অদ্য ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কুড়িগ্রাম এর আয়োজনে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, কুড়িগ্রাম এর সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা।
সভায় পুলিশ সুপার, কুড়িগ্রাম; মেয়র, কুড়িগ্রাম পৌরসভা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কুড়িগ্রাম; জেলা মৎস্য কর্মকর্তা; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম; জেলা মৎস্য কর্মকর্তা, কুড়িগ্রাম; নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কুড়িগ্রাম; সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা পরিষদ চেয়ারম্যান এর প্রতিনিধি; সভাপতি, ক্যাব, কুড়িগ্রামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা; কুড়িগ্রাম চেম্বার অব কর্মাস এর প্রতিনিধি; সাংবাদিক; সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলার খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও খাদ্য ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং আনীত সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে সকলে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সভাটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব মো: মুসফিকুর রহমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS